Volume-I, Issue-III, March 2025
Volume-I, Issue-III, January, 2025 |
আমন্ত্রিত সম্পাদকীয় কলম | ||
মাঘ মাসে যখন আমলকীর বনে শিরশিরিয়ে ওঠা হিমেল বাতাসের পরশ মনকে উদাসীন করে তুললো, ঠিক তখনই আত্মপ্রকাশ করলো আত্মদীপের পর্ব -১, সংখ্যা -৩, জানুয়ারী ২০২৫ সংখ্যা। গবেষণাধর্মী মননের প্রকাশক্ষেত্র, উদ্দীপিত হৃদ্ জ্যোতি, মস্তিষ্কবৃত্তি ও হৃদয়বৃত্তির সুচারু মেলবন্ধন। বোধ হয় সেই কারণেই গবেষণাপত্রের জন্য যখন আহ্বান করা হয়েছিল, তখন সংখ্যাধিক্য মৌলিক গবেষণাপত্র আমাদের ভাবিয়েছিল-- কীভাবে, কোন্ কৌশলে-মানদণ্ডে প্রকাশের সংকল্প বিন্দুতে পৌঁছানো যায়; ফলে মনের প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও একাধিক রচনা প্রকাশ করা সম্ভবপর হলো না। স্রষ্টার কাছে তাই দুঃখপ্রকাশ করেই বলতে হচ্ছে, আগামীতে নিশ্চয়ই প্রকাশযোগ্য হয়ে উঠবে সেইসকল রচনা। তবে একথা নিঃসন্দেহে বলা যায়, সাহিত্যের একাধিক ক্ষেত্রে বিচরণ করেছে গবেষকের চিন্তা–চেতনা, তথ্য– প্রজ্ঞা। তাই মুক্তপ্রতিম রচনাগুলিকে যথাসম্ভব বিষয়, ভাবনার সাযুজ্য রেখে নৈবেদ্য সাজিয়ে প্রকাশ করেছি আমরা। অতঃপর বিচার, সমালোচনা ও মার্গদর্শনের দায়িত্ব আপামর পাঠকের উপরই ন্যস্ত করলাম। ড. বর্ণালী ভৌমিক (ঘোষ), আমন্ত্রিত সম্পাদক সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, বীর বিক্রম মেমোরিয়াল কলেজ, আগরতলা, ভারত | ||
সম্পাদকীয় | ||
অতি স্বল্প সময়ের মধ্যে বিষয়-বৈচিত্র্য এবং উপস্থাপনায় ভারতবর্ষ ও বাংলাদেশের গবেষক, অধ্যাপক এবং প্রাবন্ধিকদের মধ্যে জায়গা করে নিয়েছে ‘আত্মদীপ’। এটি বাংলা ভাষায় প্রকাশিত একটি আন্তর্জাতিক দ্বিমাসিক গবেষণামূলক পত্রিকা, যা উত্তরসূরি থেকে প্রকাশিত হয়। আত্মদীপের পথ চলার ফলস্বরূপ এই পর্বের শীতকালীন আয়োজনে, নির্বাচিত লেখাগুলোকে ভাষা, লোকসংস্কৃতি, দর্শন, কাব্য, কথাসাহিত্য ইত্যাদি নানারকম ভাগে সাজিয়ে তোলার প্রয়াস রয়েছে। যারা বাংলা ভাষায় লিখছেন, গবেষণা করছেন তাদের ভাবনাগুলোকে প্রবন্ধের আকারে প্রকাশ করার একটি ক্ষেত্র তৈরি করে দেওয়াই এই পত্রিকার মূল উদ্দেশ্য। আত্মদীপ পত্রিকায় শুধু সাহিত্যকেন্দ্রিক নয়, বাংলা ভাষায়, যে কোন বিষয় নিয়ে লেখা গবেষণামূলক প্রবন্ধ পাঠানো যেতে পারে। পত্রিকাটি অনলাইন এবং প্রিন্ট দুভাবেই প্রকাশিত হওয়ায় গবেষক এবং লেখকদের অনেকটা সাহায্য হবে বলে আমাদের বিশ্বাস। প্রতিটি প্রবন্ধ DOI সহকারে প্রকাশিত হয়, যা প্রবন্ধটির স্থায়ী ওয়েব ঠিকানা হয়ে থাকবে। ভারত এবং বাংলাদেশ থেকে যারা লেখা দিয়েছেন এবং পত্রিকার সম্পাদক মণ্ডলী, যারা আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের সহযোগিতা করেছেন, সবার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সংখ্যার অতিথি সম্পাদক ড. বর্ণালী ভৌমিক ঘোষ’কে আমাদের বিনম্র শ্রদ্ধা। পরবর্তী সংখ্যাগুলিতেও আপনাদের সম্পূর্ণ সহযোগিতা কামনা করছি। আমাদের পরবর্তী সংখ্যা প্রকাশিত হবে ৩১শে মার্চ, ২০২৫। বিশ্বজিৎ ভট্টাচার্য (সম্পাদক), আজিজুল সেখ (সহ-সম্পাদক) |
প্রকাশিত প্রবন্ধ সূচী | |||||
| |||||
তলস্তয়ের গল্প প্রফেসর মানস মজুমদার (প্রাক্তন), বঙ্গ ভাষা ও সাহিত্য বিভাগ, কলিকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত | |||||
ড. খেলন দাস হালদার, অবসরপ্রাপ্ত অধ্যাপিকা, আগরতলা, ত্রিপুরা, ভারত | |||||
| |||||
মৌসুমী মাহাত, স্বাধীন গবেষিকা, মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারত | |||||
অদিতি দাস, গবেষক, বাংলা বিভাগ, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ, ভারত | |||||
| |||||
ড. অসিত বিশ্বাস, ডালখোলা, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত | |||||
ড. শেখ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক, আকুই কমলাবালা উইমেন্স কলেজ, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ, ভারত | |||||
| |||||
অনন্যা সরকার, গবেষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বর্ধমান বিশ্ববিদ্যালয়, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত | |||||
মো. আফতাব উদ্দিন, গবেষক, হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত, সঙ্গীত ভবন, বিশ্বভারতী, পশ্চিমবঙ্গ, ভারত | |||||
| |||||
ড. সুদীপ্ত চৌধুরী, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, খড়গপুর কলেজ, পশ্চিমবঙ্গ, ভারত | |||||
| |||||
এস কে মইনুদ্দিন, সিধো কানহো বিরশা বিশ্ববিদ্যালয়, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ, ভারত | |||||
রাজেশ সরকার, গবেষক, বাংলা বিভাগ, কল্যাণী বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ, ভারত | |||||
ড. অঙ্কুশ দাস, স্বাধীন গবেষক, কলকাতা,পশ্চিমবঙ্গ, ভারত | |||||
সুমনা বিশ্বাস, স্বাধীন গবেষক, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত | |||||
| |||||
রাজু লায়েক, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, উইমেন্স কলেজ, তিনসুকিয়া, আসাম, ভারত | |||||
ড. অনুপম নস্কর, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, অভেদানন্দ মহাবিদ্যালয়, সাঁইথিয়া, বীরভূম, পশ্চিমবঙ্গ, ভারত | |||||
বকুল সাহা, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, জলঙ্গী মহাবিদ্যালয়, জলঙ্গী, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত | |||||
রাকেশ চন্দ্র সরকার, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, রাঙ্গাপাড়া কলেজ, আসাম, ভারত | |||||
আদেশ লেট, গবেষক, বাংলা বিভাগ, কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়, বেনারস, উত্তর প্রদেশ, ভারত | |||||
বাবলী বর্মন, গবেষক, বাংলা বিভাগ, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, কোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারত | |||||
সমরেশ বাগ, গবেষক, বাংলা বিভাগ, বর্ধমান বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ, ভারত | |||||
সীমা সূত্রধর, স্বাধীন গবেষক, দত্তপুকুর, পশ্চিমবঙ্গ, ভারত | |||||
উর্বী মুখোপাধ্যায়, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ, ভারত | |||||
ড. প্রীতম চক্রবর্ত্তী, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, শেঠ সুরজমল জালান গার্লস কলেজ, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত | |||||
শুভঙ্কর দাস, সিনিয়র রিসার্চ ফেলো, বাংলা বিভাগ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ, ভারত | |||||
বিকাশ মন্ডল, স্বাধীন গবেষক, বালিগুমা, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ, ভারত | |||||
ধনেশ্বর বর্মন, স্বাধীন গবেষক, বালাসুন্দর, আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গ, ভারত | |||||
ড. বাপি চন্দ্র দাস, সহকারী অধ্যাপক, সাপটগ্রাম মহাবিদ্যালয়, সাপটগ্রাম, আসাম, ভারত | |||||
ড. আনন্দ ঘোষ, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, গণেশলাল চৌধুরী মহাবিদ্যালয়, বরপেটা রোড,আসাম, ভারত | |||||
কিরণ মন্ডল, গবেষক, বাংলা বিভাগ, বর্ধমান বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ, ভারত | |||||
মৌমিতা হালদার, গবেষক, কল্যাণী বিশ্ববিদ্যালয়, কল্যাণী, নদীয়া, পশ্চিমবঙ্গ, ভারত | |||||
ড. শেখ ইমরান পারভেজ, সহকারী অধ্যাপক, শিক্ষা বিভাগ, গভঃ জেনারেল ডিগ্রি কলেজ, কালনা-১, পশ্চিমবঙ্গ, ভারত | |||||
শ্রীচরণ দাস বিশ্বাস, অতিথি অধ্যাপক, সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়, বারাসাত, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত | |||||
ড. প্রসেনজিৎ দাস, স্নাতক শিক্ষক, পালাটানা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, উদয়পুর, গোমতী, ত্রিপুরা, ভারত | |||||
সঞ্চারী হালদার, গবেষক, বাংলা বিভাগ, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত | |||||
| |||||
প্রিয়াঙ্কা দত্ত, গবেষক, দর্শন বিভাগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ, ভারত | |||||
সুফল দাস, গবেষক, দর্শন বিভাগ, বর্ধমান বিশ্ববিদ্যালয়, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত | |||||
রাজকুমার পণ্ডিত, শিক্ষক, দর্শন বিভাগ, বাঁকুড়া খ্রীষ্টান কলেজ, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ, ভারত | |||||
রাজিবুল খান, সহকারী অধ্যাপক, সংস্কৃত বিভাগ, ওন্দা থানা মহাবিদ্যালয়, ওন্দা, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ, ভারত | |||||
সন্তু ঘোষ, গবেষক, দর্শন বিভাগ, বর্ধমান বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ, ভারত | |||||
| |||||
কালিপদ বসুনিয়া, গবেষক, বাংলা বিভাগ, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, কোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারত | |||||
দেবরূপা সেন, সহকারী আধ্যাপক, বিবোধানন্দ সরস্বতী টিচার্স ট্রেনিং কলেজ, বারাসাত, পশ্চিমবঙ্গ, ভারত | |||||
সৌমী বসু, গবেষক, বাংলা বিভাগ, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ, ভারত | |||||
ইন্দ্রজ্যোতি কর্মকার, গবেষক, দর্শন বিভাগ, বর্ধমান বিশ্ববিদ্যালয়, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত | |||||
সুস্মিতা দে, অতিথি অধ্যাপক, সংস্কৃত কলেজ এবং বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ, ভারত | |||||
ড অমিত কুমার বটব্যাল, স্টেট এডেড কলেজ টিচার, দর্শন বিভাগ, পাঁচকুড়া বনমালী কলেজ, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারত |